Barak UpdatesHappeningsBreaking News

ইঞ্জিনিয়ার শংকর সেন প্রয়াত
Engineer Sankar Sen passes away

১৭ সেপ্টেম্বর : দক্ষিণ আসামের বিশিষ্ট ইঞ্জিনিয়ার শংকর সেন আর নেই৷ বৃহস্পতিবার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ বেশ কিছুদিন ধরে কিডনি ও লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন৷ বৃহস্পতিবার দুপুরেই এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে হায়দরাবাদ নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ সেখানেই রাত দশটা নাগাদ মারা যান৷ রেখে গেলেন স্ত্রী, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পড়ুয়া কন্যা সহ অসংখ্য আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধবদের৷ তাঁর মৃত্যুতে বৃহত্তর এলাকায় শোক পরিলক্ষিত হয়৷

সেচ বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে থেকে অবসর নিলেও পরে বাড়ি নির্মাণে নিজের নৈপুণ্যের ছাপ রেখে গিয়েছেন৷ শহরের বহু সুদৃশ্য দালানবাড়ির ড্রয়িং, নির্মাণকার্য তাঁর হাতে সম্পন্ন হয়েছে৷ রিয়াল এস্টেট ব্যবসাতেও তিনি বেশ সুনাম অর্জন করেছেন৷ ক্রিয়েশন এবং এর প্রকল্প ‘দেবাজ’ দুই-ই এই অঞ্চলে বেশ জনপ্রিয়৷

তিনি অনেকদিন মাইবাঙে কর্মরত ছিলেন৷ ডিমা হাসাও জেলায় ক্রিকেটার হিসেবে ইঞ্জিনিয়ার সেনের বেশ নামডাক রয়েছে ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker