India & World UpdatesBusinessBreaking News
ইএমআই দিতে না লাগলেও গুণতে হবে সুদEMI deferred for 3 months but interest needs to be paid
২ এপ্রিল: তিন মাসের জন্য সব মেয়াদি ঋণের কিস্তি স্থগিত রাখা হবে। মার্চ, এপ্রিল ও মে-র ইএমআই কাটা হবে না। ফের জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে তা কাটা হবে। কিন্তু তিন মাস ঠিক সময়ে ইএমআই না-মেটানোর জন্য সুদ গুনে যেতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বুধবার এ কথা জানিয়েছে৷ ফলে গ্রাহকরা চাইলে রুটিনমাফিক গাড়ি-বাড়ির ইএমআই শোধ করতে পারবেন।
যাঁদের লকডাউনের জেরে বেতন বন্ধ হয়নি, তাঁদের স্থগিতাদেশের সুযোগ না-নেওয়াই ভাল। কারণ, তাতে বাড়তি সুদের বোঝা চাপবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ-ও জানিয়েছে, ১২% সুদে ১ লক্ষ টাকা ঋণ নিলে তিন মাস ইএমআই না-দিলে তার পরে বাড়তি ৩০৩০ টাকা সুদ মেটাতে হবে৷