Barak UpdatesBreaking News
উচ্ছেদ আতঙ্কে কাঁপছে ধলাই, আনা হল ১০টি হাতিElephants brought by Forest Department for ‘illegal’ eviction at Dholai
৫ জুন : ধলাইয়ের রজনীখাল গ্রামে এ বার হাতি দিয়ে উচ্ছেদ চালাবে বন বিভাগ। এজন্য ধলাই রেঞ্জে বুধবার ১০টি হাতি নিয়ে আসা হয়েছে। এমনকি বন বিভাগের পরামর্শে এলাকার বিদ্যুৎ সংযোগও ছিন্ন করে দিয়েছে বিভাগ। ফলে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা গ্রামজুড়ে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হবে। এতেই এই হাতিগুলোকে কাজে লাগানো হবে। বন বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, উচ্ছেদ শুরু হলে যাতে কোনও অসুবিধে সৃষ্টি না হয় সেজন্য আরও পাঁচটি হাতিকে নিয়ে আসা হবে। বর্তমানে এই হাতিগুলোকে বন বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে।
এদিকে যে এলাকায় বনবিভাগ উচ্ছেদ চালাবে সেখানে জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কিছু কিছু পরিবার ইতিমধ্যেই জিনিসপত্র সরিয়ে অন্যত্র নিয়ে গেছেন। আবার কেউ কেউ এই উচ্ছেদ থেকে নিজেদের সামগ্রী রক্ষা করতে রাজনৈতিক নেতাদের বাড়িতে দৌড়ঝাঁপ করছেন। গ্রামবাসীদের মধ্যে কয়েকজন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে একটি সূত্র উল্লেখ করেছে।