Barak UpdatesHappeningsBreaking News

রাঙ্গিরখাড়িতে পিকেটিং, ভোরেই বিপাকে মানুষ
Early morning picketing at Rangirkhari, people face trouble

৬ সেপ্টেম্বর: বনধ হবে কি হবে না, এই সংশয়ের মধ্যেই রাঙ্গিরখাড়িতে পিকেটিং শুরু করেছে তোগাড়িয়াপন্থী আন্তর্জাতিক হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দল। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ভোর সাড়ে পাঁচটায় বাঁশ ফেলে রাস্তা আটকে দেয় ৫-৬ জন যুবক। তাতে ভোরেই বিপাকে পড়েছেন মানুষ। বেলা বাড়তেই কিছু পিকেটার মোটর সাইকেলে চেপে রংপুরে গিয়ে সমস্ত যানবহন আটকে দেয়

Rananuj
Pic Credit: Jatayu

তোগাড়িয়াপন্থীদের অসম বনধ নিয়ে সাধারণ জনতা দুদিন ধরেই বিভ্রান্তিতে। বরাকের কোথাও বনধের প্রচার ছিল না । এমনকি, স্থানীয় পত্রিকায় কোনও বিবৃতি পর্যন্ত পাঠায়নি বনধের আহ্বায়করা। ফলে মানুষ নানা প্রয়োজনে‌ ঘর থেকে বেরিয়ে আসেন। বেশি সমস্যায় পড়তে হয় স্কুলছাত্র ও তাদের অভিভাবকদের ।

রাস্তায় আটকে পড়া জনতার প্রশ্ন, ১৯৫১ সালের নথির ভিত্তিতে এনআরসি তৈরির দাবিতে বরাক উপত্যকায় কী করে বনধ পালিত হয়? পিকেটারদের কতজনের ৫১-র নথি রয়েছে, সে কথাও চর্চা করেন তারা ।‌ তবে সবই নিজেদের মধ্যে ।‌ মাথায় গেরুয়া কাপড় বাঁধা পিকেটারদের এ প্রশ্ন কে আর জিজ্ঞেস করে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker