Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পোশাক কেলেঙ্কারি, তদন্তের দাবি জানাল বিডিওয়াইএফ
ওয়েটুবরাক, ১৩ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্র-ছাত্রীদের গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় পোশাক পরানোর নামে আড়াই কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে৷ এর লভ্যাংশ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উচ্চপদে আসীন কর্মীরা। এই অভিযোগ তুলে এবার সমগ্র ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট।
মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, সামান্য উত্তরীয় ও জহরকোটের বিনিময়ে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে, যা আবার সমাবর্তন শেষ হবার পর কর্তৃপক্ষকে ফিরিয়ে দিতে হয়েছে। সামান্য কয়েক ঘন্টা ব্যবহারের বিনিময়ে এই পোশাকের ভাড়া আড়াই হাজার টাকা হতেই পারে না। তাই এটি পরিকল্পিত দুর্নীতি। তাঁরা সন্দেহ করছেন, সংশ্লিষ্টরা এরকম ভাবে আরও অনেক কেলেঙ্কারি সংগঠিত করছেন, যা প্রকাশ্যে আসছে না।
যুব ফ্রন্টের আরেক আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী বলেন, একদিকে এই বিশ্ববিদ্যালয়ের জাতীয় রাঙ্কিংয়ে ক্রমাগত অবনমন হচ্ছে, অন্যদিকে দুর্নীতির খবর আসছে। তিনি বলেন, এরকম চললে শেষ অব্দি পাঁচগ্রাম কাগজকলের মতো এই বিশ্ববিদ্যালয়ও বন্ধ হবে। বরাকের ২৫ লক্ষ মানুষের দীর্ঘ সংগ্রামের ফসল এই বিশ্ববিদ্যালয়ের এমন পরিণতি হোক তা কোনভাবেই কাম্য নয় এবং তা কিছুতেই মেনে নেবে না বিডিওয়াইএফ। তিনি বলেন, অবিলম্বে সমস্ত ব্যাপারে সংশোধনী পদক্ষেপ না নিলে এ নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে যুবফ্রন্ট।