Barak UpdatesHappeningsBreaking News
ডা. বিশ্বতোষ দত্ত প্রয়াতDr. Biswatosh (Bishu) Dutta passes away
১ নভেম্বরঃ বরাক উপত্যকার স্বনামধন্য চিকিৎসক বিশ্বতোষ দত্ত চিরবিদায় নিলেন। শনিবার বার্নপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।
শিলচর সিভিল হাসপাতালে যোগদানের মাধ্যমে তিনি তাঁর চাকরিজীবন শুরু করেন। পরে চিফ মেডিক্যাল অ্যান্ট হেলথ অফিসার পদে উন্নীত হয়ে হাফলঙে যান। ফিরে আসেন শিলচর মেডিক্যাল কলেজের ডেপুটি সুপারের দায়িত্ব নিয়ে। ১৯৯০ সালে অবসর নেন। বিশু দত্ত নামেই তিনি এই অঞ্চলে বিশেষভাবে পরিচিত ছিলেন।
অবসর গ্রহণের চার বছর পরে 1994 সালে তিনি কলকাতায় চলে গিয়েছিলেন। পরে যান বার্নপুরে। ছেলের সঙ্গে সেখানেই থাকতেন। তাঁর মৃত্যুসংবাদে বরাকের বিশিষ্টজনেরা শোকপ্রকাশ করেন। দীপক সেনগুপ্ত, আশিস চৌধুরী, বিশ্বনাথ ভট্টাচার্য, সন্তোষরঞ্জন চক্রবর্তী, জয়ন্তকিশোর দাস, প্রদীপ আচার্য প্রমুখ বলেন, খুব নামডাক ছিল ডা. বিশু দত্তের। প্রবীণ ব্যক্তিত্ব নীহারেন্দু কুমার পুরকায়স্থ স্মৃতিচারণ করেন, ষাট-সত্তরের দশকে তাঁর চিকিতসায় বহু মানুষ উপকৃত হয়েছেন।