Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে কালো ব্যাজ পরলেন না অধিকাংশ শিক্ষক, খোদ স্বদেশ দাস অনুপস্থিত

ওয়েটুবরাক, ২৬ আগস্ট : যে কলেজের শিক্ষক শারীরিক ভাবে নিগৃহীত হয়েছেন বলে কলেজ শিক্ষকদের সংস্থা এসিটিএ শুক্রবার আন্দোলন ঘোষণা করল, সেই কাছাড় কলেজেই অধিকাংশ শিক্ষক কালো ব্যাজ পরিধান করলেন না ৷ এমনকী যিনি নিগ্রহের শিকার বলে এমন প্রতিবাদ, সেই দর্শনশাস্ত্রের বিভাগীয় প্রধান ড. স্বদেশরঞ্জন দাস এ দিন কলেজেই যাননি৷ যাননি এসিটিএর কাছাড় কলেজ ইউনিটের সভাপতি শামসুদ্দিন বা সম্পাদক কাজেন বসুমাতারিও৷ কাজেন ছুটি নিয়ে গুয়াহাটিতে গিয়েছেন বলে জানা গেলেও শামসুদ্দিনের অনুপস্থিতির কারণ জানা যায়নি৷ এই অবস্থায় স্বদেশবাবুর সহকর্মীদের অনেকেই কালো ব্যাজ পরেননি৷ একাংশের বক্তব্য, জেলাশাসকের সঙ্গে তাঁর বোঝাপড়া হয়েই গিয়েছে, তাই তিনি নিজেই কালো ব্যাজ এড়িয়ে গেলেন, আমরা তবে তাঁর জন্য পড়ব কেন? তবে জোনাল কমিটির সম্পাদক হেমন্ত বরা-কে দেখা গিয়েছে কালো ব্যাজ পরে রাখতে৷

এসিটিরএ স্থানীয় কর্তাদের দাবি, কাছাড় কলেজের সবাই কালো ব্যাজ না পরলেও জেলা জুড়ে আন্দোলন সফল হয়েছে৷ অন্য সব কলেজেই তাদের আহ্বানে পূর্ণ সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করেন এসিটিএ নেতারা৷

এ দিকে, একই দিনে একই কর্মসূচি ঘোষণা করে সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি৷ তাদের আন্দোলন শহর-গ্রামে নজরে পড়ে৷ তাঁরা অবশ্য সোজাসুজিই স্বদেশরঞ্জন দাসের নিগ্রহের প্রতিবাদ জানান৷ এসিটিএ শিক্ষক নিগ্রহের সঙ্গে অধ্যক্ষের একগুঁয়েমিরও প্রতিবাদ জানিয়ে কালো ব্যাজ পরে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker