Barak UpdatesHappeningsBreaking News

প্লাজমা থেরাপি নিলেন উপাধ্যক্ষ আমিনুল, শিলচর মেডিক্যালে এই প্রথম
Deputy Speaker Aminul Islam receives plasma, 1st instance at SMCH

৩১ জুলাই: প্রস্তুতিটা চলছিল কিছুদিন ধরেই৷ এরমধ্যে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাজমা সেপারেটর প্রতিস্থাপিত হয়ে যায়৷ জেলা প্রশাসন ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের প্লাজমা দানে কাউন্সেলিং শুরু হয়৷ আর তখনই করোনায় আক্রান্ত হয়ে পড়লেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইর বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর৷ শুক্রবার তাঁকে প্লাজমা দেওয়ার মধ্য দিয়েই শিলচর মেডিক্যালে একদিকে শুরু হল প্লাজমা ব্যাঙ্কের কাজ, অন্যদিকে প্লাজমা থেরাপির মাধ্যমে করোনার চিকিৎসা৷

Rananuj

করোনায় আক্রান্ত এবং পরে সুস্থ হয়ে ওঠা এক দাতার প্লাজমা নিজের শরীরে গ্রহণ শুরু হতেই উপাধ্যক্ষ আমিনুল হক ওয়েটুবরাক-কে জানান, করোনায় আক্রান্ত হওয়ার প্রথমদিকে বেশ অসুস্থতা বোধ করছিলেন৷ শ্বাসকষ্টের দরুন আইসিইউ-তেও থাকতে হয়েছিল৷ এখন তাঁর আশা, প্লাজমা থেরাপিতে দ্রুত সুস্থ হয়ে উঠবেন৷

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্লাজমা দানের জন্য বেশ কিছু পরীক্ষানিরীক্ষার প্রয়োজন৷ সমস্ত কিছুই দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে৷ এখন প্লাজমা দানে অনেকেই এগিয়ে আসবেন বলে তাঁরা আশা করছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker