Barak UpdatesBreaking News

প্রস্তাবিত শহিদ সৌধে সুদেষ্ণার মূর্তি চান বিষ্ণুপ্রিয়ারা
Demand raised to set up statue of Sudeshna by Bishnupriyas

১৬ মার্চঃ অসম সরকার বরাক উপত্যকায় শহিদ স্মৃতি সৌধ করার যে পরিকল্পনা গ্রহণ করেছে, সেই সৌধে ১৯৬১-র ভাষাশহিদদের সঙ্গে সুদেষ্ণা সিনহার মূর্তি বসানোর দাবি উঠেছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় শিক্ষার দাবিতে ১৯৯৬ সালের ১৬ মার্চ সংগঠিত আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বছর ১৬-র সুদেষ্ণা। শনিবার তাঁর প্রয়াণবার্ষিকীতে শিলচর বিবেকানন্দ রোডে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা।

শুরুতেই সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সুদেষ্ণা সিনহার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। শহিদের উদ্দেশে শ্রদ্ধা জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষে কাছাড় জেলা কমিটির সহসভাপতি দীপক সেনগুপ্ত ও শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক উত্তমকুমার সাহা, বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির অরুণ পাল ও শ্যামল সাহা, প্রকৃতি নিউজ কনসার্নের চেয়ারম্যান হারাণ দে প্রমুখ। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা যোগেন্দ্র সিনহা।

মহাসভার কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রধান উদয় সিনহা, সাধারণ সম্পাদক স্বপন সিনহা, সম্পাদক রাজেশ সিনহা ও জয়কুমার সিনহা, উপদেষ্টা চন্দ্রকান্ত সিনহা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহিলা সংস্থার সভাপতি পদ্মজা সিনহা, কার্যবাহী সভাপতি জ্যোতস্না সিনহা, সাধারণ সম্পাদক জ্যোতস্না রাজকুমারী, ভাষাজ্ঞান পরিষদের চেয়ারম্যান প্রভাস সিনহা, সাহিত্য পরিষদের কার্যকরী সভাপতি জিতেন্দ্রকুমার সিনহা প্রমুখ বক্তব্য রাখেন।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker