India & World UpdatesHappeningsBreaking News
Delhi violence: Opposition protests covering eyes with black cloth দিল্লির হিংসা : কালো কাপড়ে চোখ ঢেকে প্রতিবাদ বিরোধীদের
৩ মার্চ : উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে উত্তাল সংসদ। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ, চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রথম দিনই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সাংসদরা। প্রতিবাদ প্রদর্শন করেন আম আদমি পার্টি (আপ)-র সাংসদরাও।
উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে সোমবার সকালে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস সাংসদরা। ‘অমিত শাহকে পদত্যাগ’ করতে হবে-এই স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা। উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শশী থারুর, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।
দিল্লি হিংসার প্রেক্ষিতে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ দেখান তৃণমূল কংগ্রেস সাংসদরাও। চোখে কালো কাপড় বেঁধে ‘নীরব প্রতিবাদ’ প্রদর্শন করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র প্রমুখ। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে সোমবার সকালেই গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন আম আদমি পার্টি (আপ)-র সাংসদরাও। ‘হিংসার সমর্থক, বিজেপি সরকার মুর্দাবাদ-মুর্দাবাদ’-স্লোগান দিতে থাকেন সঞ্জয় সিং-সহ আপ-এর অন্যান্য সাংসদরা।
এদিকে, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় মৃত্যু-থামছেই না| প্রাণ হারালেন আরও ৪ জন। ফলে সোমবার সকাল পর্যন্ত উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬| উত্তর-পূর্ব। দিল্লিতে হিংসাত্মক ঘটনায় শুধুমাত্র গুরু তেগ বাহাদুর হাসপাতালেই প্রাণ হারিয়েছেন ৩৮ জন। ৪ জনের মৃত্যু হয়েছে ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালে, লোক নায়েক হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে এবং জগ পরবেশ চান্দের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।