Barak UpdatesHappeningsBreaking News
আচমকা অসুস্থ, মন্ত্রীর বক্তব্য চলাকালে পোডিয়াম থেকে নেমে এলেন ডিসি জল্লিDC Jalli suddenly fell ill during R-Day speech of Minister Patwari in Silchar
ওয়েটুবরাক, শিলচর, ২৬ জানুয়ারি : জাতীয় পতাকা তুলে পরিবহন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি তখন বক্তৃতা করছিলেন৷ আচমকা অসুস্থতা বোধ করতে থাকেন মন্ত্রীর সঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে থাকা কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি৷ বেশ কিছু সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন৷ কিন্তু শেষপর্যন্ত পেরে ওঠেননি৷ পুলিশ সুপার রমনদীপ কৌরকে কিছু একটা বলেই দ্রুত নেমে আসেন তিনি৷ নিজের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসে পড়েন৷
বিষয়টি সকলের নজরে পড়ে৷ দ্রুত তাঁর কাছে ছুটে যান শিলচরের সাংসদ, ডা. রাজদীপ রায়৷ তাঁকে কিছু সময় বিশ্রাম নিতে পরামর্শ দেন৷ চুপচাপ বসে থাকার চেষ্টা করেন জেলাশাসক জল্লি৷ কিন্তু দুই-এক মিনিট পরই টের পান, অস্বস্তির মাত্রা বেড়ে চলেছে৷ ডা. রায় তাঁকে দ্রুত বাংলোয় চলে যেতে বলেন৷ শেষে জল্লি মন্ত্রীর বক্তৃতা চলাকালেই পুলিশ প্যারেড গ্রাউন্ড ছেড়ে বাংলোয় চলে যান৷
জেলাশাসকের এমন অসুস্থতায় পুলিশ সুপার রমনদীপ কৌরও উদ্বিগ্ন হয়ে ওঠেন ৷ তাঁকেও দুইবার পোডিয়াম থেকে নেমে জল্লির খোঁজ নিতে দেখা যায়৷ ডা. রায় পরে জানান, তেমন উদ্বেগের কিছু নয়৷ তবে পালস রেটটা একটু কম ছিল৷
জেলাশাসক কীর্তি মঙ্গলবার নির্বাচন কমিশন আয়োজিত দিল্লির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ ভোটার সচেতনতা বৃদ্ধির জন্য জাতীয় পুরস্কার গ্রহণ করে তিনি৷ এর পরই রওয়ানা হয়ে যান শিলচরের উদ্দেশে৷ বিমানে আসেন গুয়াহাটিতে৷ সেখান থেকে সড়কপথে আজ বুধবার ভোরে এসে শিলচরে পৌঁছান৷ এই ধকলই শরীর নিতে পারেনি বলে অনুমান করা হচ্ছে৷