Barak UpdatesCultureBreaking News
৫ জুন পরিবেশ দিবসে দিনভর আয়োজন শুকতারারDay-long celebration by Suktara on World Environment Day
১ জুন : আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শুকতারার ব্যবস্থাপনায় আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরাক উপত্যকা ভিত্তিক বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে চারটি পর্যায়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শাখা অর্থাৎ নার্সারি থেকে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য অঙ্কনের থিম নির্দিষ্ট করা হয়েছে ‘আমার পৃথিবী’, ‘খ’ শাখায় চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য থিম রাখা হয়েছে ‘বাঁচাও পরিবেশ’। সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের আঁকার বিষয়বস্তু ‘সবুজায়নে ফিরে যাও’।
উল্লেখ্য, আগামী ৫ জুন সকাল দশটায় এই প্রতিযোগিতা শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি শাখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে।
ইচ্ছুক প্রতিযোগীদের অংশ নিতে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন সন্ধ্যা সাড়ে পাঁচটায় শিলচর গোলদিঘি মলের বাতায়নের মুক্তাঙ্গনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া উপত্যকার বিশিষ্ট অঙ্কন শিল্পীদের সংবর্ধনা, প্রতিযোগিতার উল্লেখযোগ্য অংকনের প্রদর্শনী ও প্রতিযোগিতার ফলাফল ঘোষণা সহ পুরস্কার বিতরণ করা হবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের বন পরিবেশ ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিত থাকার কথা রয়েছে। আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু এবং পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। থাকবেন বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী সহ অন্য অতিথিরা।