India & World UpdatesHappeningsBreaking News

Cultural heritage of India on display, 22 tableau participates in R.Day
দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস, অংশ নিল ২২টি ট্যাবলো

২৬ জানুয়ারি : দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবসের সূচনা হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ-সেনাদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রদ্ধাজ্ঞাপন দিয়ে। এই প্রথম প্রধানমন্ত্রী অমরজ্যোতি জওয়ানের পরিবর্তে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই হয় জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপর জাতীয় সঙ্গীত ও একুশ গান স্যালুট।

এ বারও দেশের প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ ছিল সামরিক শক্তির প্রদর্শন। মোট ২২টি ট্যাবলো অংশ নেয় এই প্যারেডে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৬টি ট্যাবলো ছিল। বাকি ট্যাবলোগুলি বিভিন্ন মন্ত্রকের পক্ষে অংশগ্রহণ করে। এই প্যারেডের সবথেকে আকর্ষণীয় দিক ছিল দেশের সামরিক শক্তির প্রদর্শন। প্যারেডে ছিল সেনার যুদ্ধ ট্যাঙ্ক ভীষ্ম, বাযুসেনার নতুন রাফালে যুদ্ধবিমান, অ্যাপাচে হেলিকপ্টার ইত্যাদি। ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেন গোয়ালিয়র ল্যান্সার্সের পোশাকে ৬১ অশ্বারোহী বাহিনী।

একইসঙ্গে ছিল ছটি কলামের কুচকাওয়াজ, আকাশে ধ্রুব ও রুদ্রের প্রদর্শনীও দেখা গিয়েছে। বায়ুসেনার নেতৃত্বে ছিলেন সেনা অধ্যক্ষ শ্রীকান্ত শর্মা। পাঁচটি জাগুয়ার যুদ্ধবিমান ও পাঁচটি উন্নত মিগ তাদের শক্তি প্রদর্শন করে। সিআরপিএফের মহিলা বাইকাররা এ দিন সাহসী স্টান্ট দেখান। ইন্সপেক্টর সীমা নাগ চলন্ত মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে স্যালুট করেন। ভারতীয় বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টারকে আকাশে দেখা যায়। এ দিন কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন স্টার্ট আপ ইন্ডিয়া। জল জীবন মিশনের মতো প্রকল্পগুলিও কুচকাওয়াজে অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker