Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে করোনায় সংক্রমিত বৃদ্ধের আত্মহত্যাCovid +ve patients commits suicide in Silchar
ওয়েটুবরাক, ১৮ মেঃ করোনায় সংক্রমিত হয়ে হোম আইসলেশনে ছিলেন। আচমকা আজ মঙ্গলবার সন্ধ্যায় আত্মহত্যা করলেন ৭০ বছর বয়সী সুজনকান্তি বিশ্বাস। তিনি নিবেদিতা লেনে ছোট বোনের সঙ্গে থাকতেন। সন্ধ্যায় বোনই প্রথম দাদাকে ফাঁসিতে ঝুলতে দেখেন। পুলিশ জানিয়েছে, কোভিডে সংক্রমিত বলে মেডিক্যাল টিমকে খবর পাঠানো হয়েছে। তাদের সঙ্গেই যাবে পুলিশের তদন্তকারী দল।পরে দুই বিভাগ মিলে মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
শুক্রবার সুজনবাবু কোভিড টেস্ট করান। রিপোর্টে তিনি পজিটিভ বলে শনাক্ত হন। সে থেকে ছিলেন হোম আইসলেশনে, নিবেদিতা লেনের ভাড়াঘরে। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, শুধু দুই ভাই-বোনই নিবেদিতা লেনের ওই ভাড়াঘরে থাকেন। দাদা হোম আইসলেশনে থাকায় বোনও ঘর থেকে বেরোতেন না। তবে আত্মীয়-স্বজন নিয়মিত খাবার-দাবার রেখে যেতেন। তাঁরা আসলে ছিলেন অম্বিকাপট্টি মোহনের গলির বাসিন্দা। পরে চলে আসেন ভাড়াবাড়িতে। অন্য বোন থাকেন চেংকুড়ি রোডে। বাড়ির অন্যান্যরাও হোম আইসলেশনে থাকা ভাই-বোনের খবর নিতেন। কিন্তু আচমকা বৃদ্ধ আত্মহত্যার সিদ্ধান্ত কেন নিলেন, তা রহস্যাবৃত। বোনও বললেন, এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজে চলেছি।