India & World UpdatesHappeningsBreaking News
ভারত : আবেদন জানালে খতিয়ে দেখে অনুমোদন জানাবে রাষ্ট্রপুঞ্জ
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ হলে এবং এ সংক্রান্ত আবেদন পেলে তা বিবেচনা করেই অনুমোদন দেওয়া হবে, জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের সহকারী মুখপাত্র ফারহান হক বলেন, গত বছর তুরস্কের নাম বদলে তুর্কিয়ে করা হয়েছে। তার আগে প্রথামাফিক সরকারের তরফে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছিল। রাষ্ট্রপুঞ্জও সেই অনুরোধ খতিয়ে দেখে অনুমোদন জানায়। ভারত থেকে যদি তাঁরা এই ধরনের অনুরোধ পান, তাহলে সেটা ভেবে দেখা হবে।
মঙ্গলবার জি-২০ শীর্ষ বৈঠকে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়, লোকসভা ভোটের আগে দেশের নাম শুধুই ‘ভারত’ করতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। রাষ্ট্রপতির ওই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। কিন্তু ভারতের রাষ্ট্রপতি কাউকে কোনও চিঠি লিখলে তাতে প্রেসিডেন্ট অব ইন্ডিয়াই লেখা হচ্ছিল৷