NE UpdatesHappeningsBreaking News

COVID-19 positive case reported in Tripura
ত্রিপুরাতেও ধরা পড়ল করোনা পজিটিভ

৬ এপ্রিল: ত্রিপুরাতেও সংক্রামিত হল করোনা ভাইরাস৷ সোমবার ঘোষণা হয় রাজ্যটির প্রথম করোনা রোগীর কথা৷ মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব রাত আটটায় টুইট করে জানান, তার বাড়ি উদয়পুরে৷ বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কর্মকার পদবীর ওই মহিলাকে আগরতলা মেডিক্যাল কলেজে আইসোলেশনে রাখা হয়েছিল৷ পজিটিভ নিশ্চিত হতেই তাঁকে নির্দিষ্ট ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এম সন্দীপ দ্রুত তাঁর সান্নিধ্যে যাওয়া চিকিতসক, স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন৷ সঙ্গে তাঁর নিকটাত্মীয়দেরও পৃথক তালিকা তৈরি হচ্ছে৷ রাতেই তাদের সবাইকে সরকারি কোয়রান্টাইনে নিয়ে আসা হবে৷ সকলকে পরীক্ষা করে দেখা হবে৷

মুখ্যমন্ত্রী দেব আতঙ্কিত না হতে রাজ্যবাসীকে অনুরোধ জানান৷ তিনি বলেন, ‘আপনারা শুধু ঘরে থাকুন৷ লকডাউনটা মেনে চলুন৷’

কিন্তু সাধারণ জনতার কাছে উদ্বেগের বিষয়, তার কাছে এই ভাইরাস এল কোথা থেকে৷  তিনি কখনও বিদেশ ভ্রমণ করেননি৷ বাইরে যাওয়া বলতে আঠারো মার্চ তিনি গুয়াহাটি গিয়েছিলেন৷ ফিরে গিয়ে উদয়পুরের গোকুলনগর অ্যাগ্রিকালচার চৌমুহনীর বাড়িতেই৷ কিছুদিন ধরে জ্বর, সর্দিতে ভুগছিলেন বলে উদয়পুর হাসপাতালে ছয়দিন চিকিতসাধীন ছিলেন৷ অবস্থার উন্নতি না হওয়ায় সোমবারই যান বেসরকারি হাসপাতাল আইএলএসে৷ তারা পাঠান আগরতলা মেডিক্যাল কলেজ তথা জিবি হাসপাতালে৷ সকাল এগারোটায় তার লালারস সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয় ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker