Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে করোনাঃ আজমির থেকে এসেছিলেন, বাড়ি তেজপুরেCOVID-19 patient actually resident of Sonitpur, boarded wrong bus in Guwahati & came to Silchar
Patient kept in quarantine at NATRIP
৬ মেঃ আজমির থেকে বুধবার সকালেই শিলচরে এসেছিলেন তিনি। থার্মাল স্ক্যানারে তাপমাত্রা অস্বাভাবিক ধরা পড়ায় তার লালারস সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্ট আসে সন্ধ্যায়। ধরা পড়ে পজিটিভ। এ খবর জানিয়ে সাংসদ রাজদীপ রায় এ দিন রাতে বলেছেন, আসামের এই সর্বশেষ করোনা সংক্রমিতের বাড়ি এই অঞ্চলে নয়। তিনি শোণিতপুর জেলার মানুষ। ওঠার কথা ছিল গুয়াহাটির বাসে। উঠে পড়েন শিলচরের পরিচিতদের সঙ্গে। ভেবেছিলেন, গুয়াহাটি নেমে যাবেন। কিন্তু এই বাসে অন্য কোথাও নামার ব্যবস্থা নেই। তাই শিলচরেই এসে পড়েন।
সাংসদ আরও জানান, সবাইকেই নেট্রিপস্থিত কোয়রান্টাইন সেন্টারে নিয়ে রাখা হয়। এখন তোড়জোড় চলছে তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার। আজমির থেকে ওই বাসে আসা অন্য যাত্রী এবং চালক-হ্যান্ডিম্যান সকলের লালারস পরীক্ষার হবে। সাংসদ বলেছেন, আতঙ্কের ব্যাপার নেই।
বাসে শিলচর পৌছার পরেই তাঁদের সবাইকে কোয়রান্টাইন করা হয়েছে। এখানে কারও সঙ্গে দেখা করার বা কথা বলার সুযোগ পাননি কেউ। সাধারণ জনতার উদ্দেশে তাঁর আহ্বান, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। বরং সতর্ক হোন, সাবধান হোন। লকডাউনের নীতিনিয়ম মেনে চলুন।
Also Read: New case of COVID-19 positive in Cachar, total now stands at 45
All the persons who come from other states and who are brought from other states must be kept under Quarantine for a minimum of 2 weeks and need compulsory COVID test