Barak UpdatesHappeningsBreaking News

পাঁচটি নতুন কন্টেনমেন্ট জোন শিলচর শহর-শহরতলীতে
COVID-19: Five more containment zones declared in Silchar

২৯ জুন : শিলচর শহরের এদিক-ওদিকে করোনা পজিটিভ বেরিয়ে আসার প্রেক্ষিতে কন্টেনমেন্ট জোনও বেড়ে চলেছে৷ রবি-সোমবার যাদের পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে ৫ জনই শিলচর শহর ও শহরতলীর বাসিন্দা৷ শিলচরের দাস কলোনিস্থিত উত্তমাশা লেনের ১২ নম্বর বাড়ির বাসিন্দা চন্দ্রা সাহার (স্বামী, ইউ সাহা) বাড়িটি সিল করে দেওয়া হয়েছে৷ একে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে৷ একইভাবে শিলচর তারাপুর চাঁদমারি রোড এলাকার শর্মিষ্ঠা পাল এবং দীপক দাস করোনা  আক্রান্ত বলে ধরা পড়ায় কৃষ্টিবিবেক ক্লাবের বিপরীতে নবেন্দু দাসের বাড়িটিকেও কন্টেনমেন্ট জোন করা হয়েছে৷

গুদাম কর্মী অসিত দাসের সংক্রমণের দরুন শিলচর আইএসবিটি সংলগ্ন কাছাড় ট্রেডার্সের গুদাম ও  মালুগ্রামের দেবীপ্রসাদ স্কুলের নিকটস্থ পদ্মপ্রসাদ সরণীতে তাঁর ভগ্নীপতি রঞ্জিত দাসের বাড়ি কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়৷ করোনা ভাইরাস যেন আরও সংক্রমণ ঘটাতে না পারে সে জন্যই এই ব্যবস্থা বলে নির্দেশগুলোতে উল্লেখ করেছেন জেলাশাসক কীর্তি জল্লি l

সোমবার ন্যাশনাল হাইওয়েতে ভকতপুর নারায়ণ লেনে এক বছরের শিশু রিহন রায় (পিতা  সুজন রায়) সংক্রমিত বলে ধরা পড়েছে, ওই প্রেক্ষিতে তাদের বাড়িটিও কন্টেনমেন্ট করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker