India & World UpdatesHappeningsBreaking News
Coronavirus: China to build 1000-bed hospital within a weekবিস্ময় নির্মাণ! করোনা ভাইরাস আক্রান্তদের জন্য ৬ দিনে হাসপাতাল
২৬ জানুয়ারি : মাত্র ৬ দিনে তৈরি করতে হবে পুরো একটি হাসপাতাল। ইতিমধ্যে যুদ্ধকালীন গতিতে কাজও শুরু হয়ে গেছে। চীনের ইউহান শহরে এই হাসপাতালটি তৈরি হচ্ছে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য। ইউহান কর্তৃপক্ষ জানিয়েছেন, এই হাসপাতালে ১ হাজার লোকের চিকিৎসার জন্য শয্যা থাকবে। এর কাজ শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি। পুরো হাসপাতালের বিভিন্ন অংশকে আলাদা আলাদাভাবে নির্মাণ করা যাচ্ছে। পরে সবগুলোকে একসঙ্গে এনে পুরো হাসপাতালের রূপ দেওয়া হবে। এ দিকে, চীনের করোনা ভাইরাস আক্রান্তদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা চলছে।
এর আগেও ২০০৩ সালে মারাত্মক রূপ নেওয়া সারস-এর মোকাবিলায় অনুরূপভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছিল চীন। নতুন এই ভাইরাসটি এই ইউহান প্রদেশ থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে। বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত এই দেশ ভাইরাস মোকাবিলায় বিভিন্ন সময়ে উন্নত পদক্ষেপ গ্রহণ করেছিল। এ ক্ষেত্রে মাত্র ৬ দিনে একটি হাসপাতাল গড়ে তোলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিরল ঘটনা মনে করা হচ্ছে।