India & World UpdatesBreaking News
করোনা: পশ্চিম এশিয়ার দেশগুলি ভারতের পাশেCorona: West Asian countries stand beside India
১৩ এপ্রিল: সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সে সব দেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিয়ে আলোচনা করেন । ভারত ইতিমধ্যেই এই দেশগুলিতে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। পনেরো জন ভারতীয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সোমবার গিয়ে কুয়েতে পৌঁছেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই দলটি অন্তত সপ্তাহ দুয়েক কুয়েতে থাকবে। সে দেশের আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মোদির সঙ্গে কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা-র ফোনে কথাবার্তার সময়েই এই প্রসঙ্গটি উঠে এসেছিল।
কুয়েতের পাশাপাশি অন্য আরব রাষ্ট্রগুলিতে নিযুক্ত ভারতীয় দূতাবাসগুলিকে চব্বিশ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য দূতাবাসগুলি প্রয়োজনীয় যোগাযোগ রাখছে। পণ্যবাহী বিমানে পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী ও ওষুধ। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, ওই দেশগুলিতে নির্মাণক্ষেত্রে কর্মরত হাজার হাজার শ্রমিক অপেক্ষা করছেন কবে উড়ান চালু হবে। তাঁরা ভারতে ফিরতে পারবেন। এই দেশগুলির বিমান, হোটেল, জাহাজ, শপিং মল এবং খুচরো পণ্যের দোকানগুলিতে মোট কর্মী সংখ্যার ৪০ শতাংশই ভারতীয়।