NE UpdatesHappeningsAnalyticsBreaking News

আসামের করোনা রোগীরা মূলত ৫০-৬০ বছরের
Corona patients in Assam are largely in the age group of 50 to 60 years of age

১৮ এপ্রিলঃ আসামে ৩৪জন  করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ তাদের বয়স ১৮ থেকে ৭১ বছর৷ অর্থাৎ সর্বকনিষ্ঠ রোগীর বয়স ১৮ বছর৷ সবচেয়ে প্রবীণ ৭১ বছর বয়সী৷ তবে বেশির ভাগের বয়স ৫০ থেকে ৬০ বছর৷ শনিবার গুয়াহাটিতে সাংবাদিকদের এই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷  তিনি  লিঙ্গভেদে পরিসংখ্যানটাও তুলে ধরেন৷  করোনা রোগীদের ৭৯ শতাংশই পুরুষ৷ মহিলা ২১ শতাংশ৷
মন্ত্রী আরও জানান, ৩৪ সংক্রমিতের ৩২জনেরই নিজামুদ্দিন সংযোগে আক্রান্ত হয়েছেন৷ আরও একজন মরকজে যাননি বটে, কিন্তু নিজামুদ্দিন এলাকায় ছিলেন৷  ফলে একমাত্র মনীষ তেব্রিয়ালের রোগাক্রান্ত হওয়ার উৎস জানা যায়নি৷ এমনকী, উত্তর প্রদেশের যে ৪জনের পজিটিভ অসমে এসে ধরা পড়েছে, তাদেরও সেই নিজাম সংযোগ৷ তারা উত্তরপ্রদেশ থেকে নিজামুদ্দিন মরকজে গিয়েছিলেন৷  তবলিগি জমায়েতে অংশ নিয়ে আসেন নলবাড়িতে৷ লকডাউনের দরুন সেখানেই আটকে পড়েন৷ পরে পরীক্ষায় ধরা পড়ে, ৪জনই আক্রান্ত৷ রোগীদের সম্পর্কে আরও একটি তথ্য দেন মন্ত্রী শর্মা৷  তিনি জানান, মাত্র ১৮ শতাংশ রোগীর দেহে করোনার লক্ষণ ফুটে উঠেছিল৷ ৮২  শতাংশেরই কোনও লক্ষণ ফোটেনি৷ লালারস পরীক্ষার পরে পজিটিভ ধরা পড়েছিল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker