Barak UpdatesBreaking News

৯ নভেম্বর থেকে শিলচরে বঙ্গ সাহিত্যের বইমেলা
Book Fair of Banga Sahitya from 9 November

২ নভেম্বরঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বইমেলা আগামী ৯ নভেম্বর শুরু হতে চলেছে। বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই মেলার উদ্বোধন করবেন রাজ্যের বন, আবগারি ও মতস্য দফতরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সাংসদ সুস্মিতা দেব, পুর প্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, কবি জিতেন নাগ ও জেলাশাসক এস লক্ষ্মণন থাকবেন বিশেষ অতিথি।  মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। শুক্রবার বঙ্গভবনে সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী জানান, এ বার মেলায় ৪০টির বেশি স্টল থাকবে। এরই মধ্যে কলকাতার প্রতিষ্ঠিত বহু প্রকাশক শিলচরে আসার জন্য স্টল বুক করেছেন। আসছেন ত্রিপুরা, গুয়াহাটির পুস্তক বিক্রেতারা। ন্যাশনাল বুক ট্রাস্ট (এনবিটি)ও বইয়ের সম্ভার নিয়ে আসছে। তবে কলকাতার বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড বেশ কয়েক বছর বাদে এই বছর বরাক বইমেলা থেকে সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে। ফলে কলকাতার বই বিক্রেতাদের পরিবহণ খরচ পাবলিশার্স গিল্ড আর দিতে রাজি নয়। বইমেলা কমিটিকেই তা বহন করতে হবে।

এ দিকে, বিপিনচন্দ্র পাল সভাস্থলের অবস্থা নিয়ে জেলা সম্পাদক ড. জয়ন্ত দেবরায় ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতি বছর মেলার সময় মাঠটিকে ঠিকঠাক করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কিছুদিনের মধ্যে তা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়।

তবে শুধু বইয়ের কেনাবেচাই নয়। অন্যান্য বইমেলার মতো শিলচরেও থাকবে স্কুল-কলেজের ছাত্রদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাহিত্যবাসর, আলোচনা চক্র, সাংস্কৃতিক কর্মসূচি। প্রকাশিত হবে বইমেলা স্মরণিকা ‘বইকথা’-ও। এ দিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. সৌরীন্দ্র ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি দীনেন্দ্র নারায়ণ বিশ্বাস, বইমেলা কমিটির আহ্বায়ক প্রদীপ আচার্য, শহর আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর, দীপক সেনগুপ্ত, অভিজিত ধর, সীমান্ত ভট্টাচার্য, শৈবাল গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

November 2: The Book fair organised by Barak Upottoka Banga Sahitya O Sanskriti Sammelan will start from 9 November. The said Fair to be held at Bipin Chandra Paul Ground will be inaugurated by state cabinet minister Parimal Suklabaidya. Other dignitaries who will grace the occasion are MP Susmita Dev, Municipal Chairperson Niharendra Narayan Thakur, Poet Jiten Nag and Deputy Commissioner Dr. S. Laksmanan.

The Book Fair will continue till 18 November. This was informed in a press meet held at Banga Bhavan, Silchar on Friday by the President of Cachar Chapter of the association, Taimur Raja Choudhury. Also present during the press meet were Dr. Sourindra Kumar Bhattacharjee, Dinendra Narayan Biswas, Pradip Acharjee, Sanjib Deb Laskar, Dipak Sengupta, Abhijit Dhar, Simanta Bhattacharjee, Saibal Gupta among others.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker