India & World UpdatesHappeningsBreaking News
Corona: All party meeting convened by PM on 8 Aprilকরোনা: বুধবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী
৪ এপ্রিল: এবারে করোনা নিয়ে সর্বদলীয় বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। আগামী বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পরামর্শ চাইবেন৷
আসলে, করোনা ভাইরাস সংক্রমণ ঘিরে একরকম জরুরি অবস্থা চলছে দেশজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের তরফে। তবে, এখন অবধি করোনা ইস্যুতে সরাসরি বিরোধী দলগুলোর মতামত নেয়নি সরকার। ফলে এ নিয়ে জল্পনা-কল্পনাও কোনও অংশে কম হয়নি। এমন সঙ্কটজনক অবস্থায় বহু বিরোধী নেতা কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে সরব হয়েছেন।
তবে, সব নিন্দা-বন্দনাকে একপাশে সরিয়ে রেখে এই বিপর্যয়ের মুহূর্তে বিরোধীদের পরামর্শের দরকার রয়েছে বলে মনে করছে সরকার। তাই কোভিড-১৯ নিয়ে ৮ এপ্রিল, বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকের কথা জানিয়েছেন। মন্ত্রী যোশী জানিয়েছেন, লকডাউনের নিয়ম মেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ওই বৈঠক। সংশ্লিষ্ট দলের সাংসদ ছাড়াও অন্য আরও পাঁচজন নেতা অংশ নিতে পারেন ওই বৈঠকে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকানোর পদক্ষেপ নিয়ে প্রথমদিকে রাজনৈতিক বিরোধিতা তেমন হয়নি। কিন্তু সম্প্রতি, করোনা নিয়ে সরকারের বিরুদ্ধে বিরোধিতার চড়া সুর শোনা যাচ্ছে। কোনওরকম পরিকল্পনা ছাড়া লকডাউন ঘোষণা হয়েছে, ভারতের তুলনায় পাকিস্তানে বেশি মানুষের করোনা টেস্ট হচ্ছে— এসব আওয়াজ তুলে বিরোধীরা বিঁধছে কেন্দ্র সরকারকে। আর এমন আবহে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতেই এই বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। এমনটাই অনুমান বিশ্লেষকদের। এ বৈঠকে করোনা মোকাবিলায় বিরোধীদের পরামর্শও চাইতে পারেন মোদি, এটাও মনে করছেন তাঁরা। মুখ্যমন্ত্রী, ক্রীড়াবিদদের পর এবারে রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷