Barak Updates

করোনা ঠেকাতে বরাকে কারামুক্ত ৮৭, ডিটেনশন ক্যাম্পে মুক্তি নেই, ক্ষোভ
Corona: 87 prisoners set free in Barak Valley, but none from detention camp released!

৩০ মার্চ: করোনা ভাইরাস যেন জেলে ঢুকতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্দি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট৷ সে অনুসারে বরাক উপত্যকার ৩ জেলায় ৮৭ জন বিচারাধীন বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু ছাড়া হয়নি ডিটেনশন ক্যাম্পের একজনকেও৷ এ নিয়ে ক্ষুব্ধ আসামের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা৷ তাদের কথায়, ক্যাম্পের প্রায় সবাই একতরফা রায়ে বিদেশি৷ তাই তাদের সবাইকে এই সময়ে মুক্তি দেওয়া হোক৷

শিলচর সেন্ট্রাল জেল সূত্রে জানা গিয়েছে, ১২ জন অপরাধীকেও পেরোলে ছাড়ার নির্দেশ দিয়েছে আদালত৷ তাদের কিছু শর্ত মেনে জামিন নিতে হবে৷

অন্যদিকে, এই সময়ে ডিটেনশন ক্যাম্পে ৪ জেলার মোট ৬৪ জন বন্দি রয়েছেন৷ মায়ের সঙ্গে আটক রয়েছে ১১ বছরের এক কিশোরীও৷ আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তিন বছরের বেশি সময় ক্যাম্পে রয়েছেন যারা, তাদের ছেড়ে দেওয়া হবে৷ এ ক্ষেত্রেও জামিনের জন্য আটকে রয়েছেন অনেকে৷ করোনা ভাইরাসের সতর্কতা পর্বেও তাদের শর্ত শিথিল হচ্ছে না৷ অসমের বিভিন্ন সংগঠনের দাবি, করোনা সংক্রমণের আশঙ্কায় বন্দিমুক্তির শর্ত যখন সহজ করা হয়েছে, তখন তা ক্যাম্পে বন্দিদের ক্ষেত্রেও কার্যকর হোক৷

তবে জেলকর্তারা জানান, করোনা সংক্রমণ ঠেকাতে তাঁরা সব ধরনের চেষ্টা করছেন৷ প্রত্যেক বন্দির স্ক্রিনিং হয়েছে৷ সবাই সুস্থ৷ তবু একটি আইসলেটেশন ওয়ার্ড তৈরি রাখা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker