NE UpdatesBarak UpdatesBreaking News
ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়েও দুই পড়ুয়া পজিটিভ, কনটেইনমেন্ট জোন ঘোষণাContainment Zone declared after 2 students of Dibrugarh Univ tests +ve
২৩ ফেব্রুয়ারি : আসামে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যে নির্বাচনী উত্তাপ বৃদ্ধি পাওয়ার সময় নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুয়াহাটির ডনবস্কো স্কুলের এক শিক্ষকের দেহে করোনা সংক্রমণ পাওয়ার পর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়ার দেহেও ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের ড ভূপেন হাজরিকা পরিবেশ কলা অধ্যয়ন কেন্দ্রে দুই শিক্ষার্থীর পজিটিভ ধরা পড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক নির্দেশে ড. ভূপেন হাজরিকা পরিবেশ কলা অধ্যয়ন কেন্দ্রে সাত দিনের জন্য কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। এর পাশাপাশি কেন্দ্রের সব পড়ুয়া, শিক্ষক, আধিকারিক ও কর্মচারীকে সাত দিনের জন্য নিজেদের ঘরে কোয়ারেন্টাইন হওয়ার পাশাপাশি তাদের করোনা পরীক্ষা করতে নলা হয়েছে।