Barak UpdatesHappeningsTourismFor KidsBreaking News

Committee formed to investigate cause of blast in lab of Assam Univ
বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে বিস্ফোরণ: কারণ খতিয়ে দেখবে কমিটি

১২ মার্চ: রসায়ন বিভাগের পরীক্ষাগারে বিস্ফোরণের ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে কমিটি গড়বে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ওই ঘটনার পেছনে কারও গাফিলতি বা উদাসীনতা রয়েছে, তাও বের করার চেষ্টা হবে৷ বুধবার এ কথা জানিয়েছেন উপাচার্য দিলীপচন্দ্র নাথ৷

Also Read: Assam Univ: Beaker full of chemical falls & blasts in Chemistry lab, 4 students injured… আসাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে বিস্ফোরণ, ৪ পড়ুয়া জখম

তিনি বলেন, শুধু রসায়ন বিভাগই নয়, অন্যান্য বিভাগের পরীক্ষাগারগুলিও তাঁরা পর্যবেক্ষণ করবেন৷ কমিটির সুপারিশ পেয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করব৷ সহকারী উপাচার্য অভীক গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে৷ অন্যান্য সদস্যরা হলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক পীযূষ পাণ্ডে, ফার্মাসিউটিক্যাল বিভাগের অধ্যাপক সুপ্রতীম রায়, বায়োটেকনলজি বিভাগের সুপ্রিয় চক্রবর্তী এবং ভারপ্রাপ্ত সিডিসি ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য৷ জয়ন্তবাবুই এই কমিটির সদস্য সচিব৷

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই সব দাবিতেই উপাচার্য দিলীপচন্দ্র নাথের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান৷ দিলীপবাবু জানান, তারা জখম পড়ুয়াদের আর্থিক সাহায্যেরও সিদ্ধান্ত নিয়েছেন৷ এদিকে, গুয়াহাটি শঙ্করদেব নেত্রালয়ে দিপাশার চিকিৎসা শুরু হয়েছে৷ তার চোখে অস্ত্রোপচারের প্রয়োজন৷ দ্রুতই তা তাঁরা সেরে নিতে চাইছেন৷

Also Read: Dipasha then just opened the safety glass…., says HOD Chemistry… তখনই শুধু সেফটি গ্লাসটা খুলেছিল দিপাশা, বললেন এইচওডি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker