Barak UpdatesBreaking News
নববর্ষের সকালে শিলচরে শোভাযাত্রায় পড়ুয়ারাColourful rally by students on Bengali New Year’s Day
১৫ এপ্রিলঃ নববর্ষের সকালে শোভাযাত্রা ও পথ পরিক্রমায় নতুন বাংলা বছরকে বরণ করল স্কুল পড়ুয়ারা। শিলচর পুরসভা পরিচালিত জাতীয় ব্যায়াম বিদ্যালয় ও নববর্ষ উৎসব উদযাপন কমিটি সোমবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ দিন সকাল সাড়ে ৬টায় ব্যায়াম বিদ্যালয়ের সামনে থেকে এই শোভযাত্রা বের হয়। শহরের প্রায় ১৮টি স্কুলের পড়ুয়ারা এতে অংশগ্রহণ করে।
পার্ক রোড, শিলংপট্টি, অম্বিকাপট্টি, প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড হয়ে শোভাযাত্রা ফিরে যায় ডিএসএ-র সামনে। এ দিন জেলা ক্রীড়া সংস্থার মাঠে নতুন ১৪২৬ বঙ্গাব্দের প্রথম সকালে পতাকা উত্তোলন করেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক কুমারকান্তি দাস। ছিলেন শিলচর পুরসভার চেয়ারম্যান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, ভাইস চেয়ারম্যান চামেলি পাল, নববর্ষ উদযাপন কমিটির সম্পাদক ভাস্কর দাস প্রমুখ।
এ দিন সকালে এ পর্যন্ত ভালয় ভালয় চললেও কুচকাওয়াজ প্রতিযোগিতা শুরু হতেই কালবৈশাখী ঝড় ওঠে। ফলে এই প্রতিযোগিতা আর করানো সম্ভব হয়ে ওঠেনি। পরে ভাস্কর দাস জানান, প্রাকৃতিক দুর্যোগের জন্য কুচকাওয়াজ প্রতিযোগিতা করানো যায়নি। তবে যেসব স্কুল অংশ নিয়েছে তাদের সবাইকে শংসাপত্র তুলে দেওয়া হবে।