CultureBreaking News

খাবারের ঘ্রাণে ম ম ওয়েসিসের প্রদর্শনী
Club Oasis organised mouth watering Food Fest

৪ ফেব্রুয়ারি : পুরো চত্বর জুড়ে হরেক রকম খাবার। স্টলগুলোর পাশ দিয়ে হেঁটে গেলে জিভে জল আসতে বাধ্য। এলাকার মহিলারাই নিজের হাতে পরম যত্নে খাবার দাবার তৈরি করে হাজির হয়েছেন এখানে। কেউ কেউ আবার এগুলো বিক্রিও করছেন।

Rananuj

এমন লোকও ছিলেন, যারা নতুন আইটেমগুলো চেখে নিতে মোটেই পিছিয়ে থাকেননি। আর সব মিলিয়ে বাতাসে খাবারের ঘ্রাণ। সত্যি বলতে কি, এই পরিবেশের বর্ণনা লিখে নয়, স্বাদ নিয়েই দেখতে হয়।

শিলচর পাবলিক স্কুল রোডে স্কুল মাঠে এই খাবার প্রদর্শনীর আয়োজন করে ক্লাব ওয়েসিস। ক্লাবের সদস্যরাই পুরো চত্বর সাজিয়ে তোলেন। তবে এই উদ্যোগকে ফলপ্রসূ করে তোলেন এলাকার মহিলারা।

এ ব্যাপারে ক্লাবের পক্ষে সঞ্জু সিনহা বলেন, ক্লাবের সব সদস্য এগিয়ে আসাতেই এই আয়োজন পরিপূর্ণ হয়ে উঠেছে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

সঙ্গে ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কচিকাচা থেকে শুরু করে বড়রাও অংশ নেন। বিশেষ করে খাবার স্টল ও অনুষ্ঠানে সবার অংশগ্রহণ ওয়েসিসের উদ্যোগের সাফল্যকেই জানান দিচ্ছে। প্রসঙ্গত, ওয়েসিস ক্লাবের সভাপতি বিধানচন্দ্র রায় ও সম্পাদক শ্রীবাস সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker