Barak UpdatesBreaking News
একশ’ মহিলাকে শাড়ি বিতরণ ক্লাব অনন্যারClub Ananya distributes saree among 100 beneficiaries
২৬ সেপ্টেম্বর : পুজোর মুখে ফের সমাজসেবামূলক কাজে এগিয়ে এল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অনন্যা। ক্লাব অনন্যার পক্ষ থেকে বুধবার শিলচর শহরের চিরুকান্দির দেবপাড়ায় গিয়ে ১০০ জন দুঃস্থ মহিলাকে শাড়ি বিতরণ করা হয়েছে। এই বিতরণ পর্বে এলাকার দুস্থ পরিবারের মহিলারা উপস্থিত ছিলেন। অনন্যার পক্ষ থেকে তাদের হাতে শাড়ি তুলে দিয়েছেন সোমা দাস, শম্পা বণিক, শিপ্রা পুরকায়স্থ, শম্পা ধর, শেফালী খান্ডেলওয়াল, ঝুমকি সাহা এবং সঙ্গীতা দেব।
প্রসঙ্গত, মহিলাদের এই সংগঠনটি বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে। অর্থাভাবে অনেক দুঃস্থ পরিবারের পুজোয় কাপড় কেনা সম্ভব হয় না। এই ভাবনা থেকে পুজোর আনন্দ যাতে এই পরিবারগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ে সেজন্য এই কর্মসূচি হাতে নিয়েছে অনন্যা। এর আগেও বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরিষেবার সুযোগ করে দেওয়া, প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো ইত্যাদি একাধিক নজির রয়েছে এই সংস্থার। এর পাশাপাশি বাঙালির কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয় অনন্যা। এর অন্যতম উদাহরণ পৌষ মেলা আয়োজন, যা বিভিন্ন মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে।