Barak UpdatesBreaking News

দিনে ৩ বার বর্জ্য সংগ্রহের মাশুল ৫ টাকা, শিলচরে এসএলআরএম প্রকল্পের সূচনা রাজদীপের
Charge for collecting garbage thrice a day will be Rs.5, Rajdeep Roy inaugurates SLRM scheme

১৮ আগস্ট : শিলচর তারাপুরের বাণিজ্যিক এলাকায় বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের মধ্যে দু’ধরনের ডাস্টবিন বিতরণ করে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করল প্রশাসন ও পুরসভা। এসএলআরএম প্রকল্পের আওতায় কাছাড় জেলা প্রশাসন ও শিলচর পুরসভা যৌথভাবে শনিবার তারাপুর ২৪ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের জন্য এই কর্মসূচির আয়োজন করে। শিলচর ইন্ডিয়া ক্লাব চত্বরে ফুল ছড়িয়ে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার পর একটি নতুন বরাদ্দকৃত ট্রাইসাইকেলের সামনে নারকেল ফাটিয়ে কর্মসূচির সূচনা করেন সাংসদ রাজদীপ রায়।

অন্যদের মধ্যে ছিলেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর ও ওয়ার্ড কমিশনার মধুমিতা শর্মা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, পৃথক পৃথক কঠিন বর্জ্য সংগ্রহ ইতিমধ্যে শুরু হয়েছিল এবং এটি সফলভাবে চলছে। ২৪ নম্বর ওয়ার্ডে এই পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি পুর কমিশনার মধুমিতা শর্মার প্রশংসা করেন। জনগণের সমর্থন নিয়ে প্রকল্পটি সফল করতে সহায়তার আবেদন জানিয়ে তিনি বলেন, বর্জ্যগুলি দিনে তিনবার সংগ্রহ করা হবে, এর জন্য দিনে ৫ টাকা করে মাশুল দিতে হবে এবং পুরো মাসের জন্য তাদের ১৫০ টাকা লাগবে। তিনি স্থানীয় ক্রেতাদের কাছ থেকে সহযোগিতা চেয়ে বলেন, ২৪ নম্বর ওয়ার্ডের মতো অন্য ওয়ার্ডগুলিতেও অনুরূপ কার্যসূচি চালু করা হবে। এতে শিলচরকে ‘স্বচ্ছ ও সুন্দর’ করার অনুপ্রেরণা জাগাবে।

পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর বলেন, কঠিন ও তরল রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমেরও মাধ্যমে মিশ্র বর্জ্য সংগ্রহের আগের ব্যবস্থা এবং বর্তমান ব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে। রাস্তাঘাট ও ড্রেনের জঞ্জালের পার্থক্য এবং বিপদগুলি বোঝার পর জনগণই এই উদ্যোগটি গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। এই কর্মসূচিতে সহকারী কমিশনার অভিলাষ বার্নওয়াল, মারিয়া তানিম, অতিরিক্ত কমিশনার নবনিতা হাজরিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker