Barak UpdatesHappeningsBreaking News

দিল্লি-ফলে বরাকে প্রতিক্রিয়া

১১ ফেব্রুয়ারি: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শিলচরে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি৷ আব্দুল মান্নান বড়ভুইয়া লড়েছিলেন দলের টিকিটে৷ সাকুল্যে ৩ হাজার ১১৮টি ভোট পেয়েছিলেন৷ ২০১৯-এ আপের হয়ে কেউ দাঁড়াতে চাননি৷ সেই শূন্যতা আজও বর্তমান৷ এই সময়ে কেজরিওয়াল দলের কোনও ইউনিট বরাক উপত্যকার কোথাও নেই৷ তবু তাদের দিল্লির ফলাফলে এখানেও খুশির হাওয়া বইছে৷ সামাজিক মাধ্যমে দিনভর এ নিয়েই চর্চা৷ কেজরিওয়ালের প্রশংসায় পঞ্চমুখ সবাই৷

নিজেরা ধুয়েমুছে গেলেও মন খারাপ নয় কংগ্রেসিদের৷ আপের আসন বাড়তে দেখে আনন্দে সামিল তাঁরাও৷ সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেব বললেন, এটা অন্য কিছু নয়, সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত হতে দেখে আনন্দ হচ্ছে সবার৷ কংগ্রেস কেন একটি আসনও পেল না? নেতৃত্বের অভাব, খোলামেলা জবাব প্রাক্তন সাংসদ সুস্মিতার৷ বললেন, কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরতে না পারাতেই এই ফল৷ শিলচরের বিজেপি বিধায়ক দিলীপকুমার পাল বলেন, দিল্লি আর অসম এক নয়৷ আবার সোশ্যাল মিডিয়া দিয়েও সংগঠন বোঝা যায় না৷ তবে দিলীপবাবু স্বীকার করেন, অরবিন্দ কেজরিওয়াল বেশকিছু জনমোহিনী প্রকল্প নিয়েছিলেন৷ মানুষ এর সুফল পাচ্ছেন৷ বিজেপি নেতাদের এই গণরায় দেখে আত্মবিশ্লেষণ করতে পরামর্শ দেন তিনি৷ বলেন, নেতাদের কথাবার্তা, আচার-আচরণ যেন কোনমতেই দলের কার্যপ্রণালী এবং নীতিআদর্শের পরিপন্থী না হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker