India & World UpdatesBreaking News
বাল গঙ্গাধর তিলক ও চন্দ্রশেখর আজাদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীরPM pays tributes to freedom fighter Bal Gangadhar Tilak & Chandra Sekhar Azad
প্রধানমন্ত্রী বলেন, বাল গঙ্গাধর তিলক সমাজের সব স্তরের মানুষকে সফলভাবে উদ্দীপিত করে তুলেছিলেন এবং দেশের সোনালি অতীত ও জনগণের মধ্যে একটা দৃঢ় সমন্বয় গড়ে দিয়েছিলেন। তিনি বলেন, লোকমান্য তিলক শিক্ষার ওপর বিশেষ জোর দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সংগ্রামী চন্দ্রশেখর আজাদকেও তাঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন। টুইট বার্তায় মোদি তাঁকে ভারতমাতার সাহসী সন্তান আখ্যা দিয়ে বলেন, যাতে দেশের নাগরিকরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হোন, সেজন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেছেন, দেশের বর্তমান প্রজন্ম তাঁর এই সাহসিকতা থেকে উদ্বুদ্ধ হয়েছেন।
In a tweet, he said, Lokmanya Tilak ignited the spark of patriotism among countless Indians.
The Prime Minister said, Bal Gangadhar Tilak successfully mobilised people from all sections of society and deepened the connect between citizens and India’s glorious past. He said, Lokmanya Tilak also emphasised on education.
Prime Minister Narendra Modi also paid his tributes to freedom fighter Chandra Shekhar Azad on his birth anniversary.
The Prime Minister tweeted, a brave son of Bharat Mata, he sacrificed himself so that his fellow citizens get freedom from colonialism.
He said, generations of Indians are inspired by his courage.