India & World UpdatesBreaking News

বরযাত্রী নিয়ে বরের বেশে মনোনয়ন পেশ প্রার্থীর
Candidate files nomination dressing up as a groom

৯ এপ্রিলঃ বিশাল ব্যান্ডপার্টি নিয়ে বাজনার তালে তালে এগিয়ে চলেছেন বর। বরের মাথায় মুকুট, পরণে শেরওয়ানি ও পায়জামা। তিনি আবার চলেছেন ঘোড়ায় চড়ে। পেছন পেছন হেঁটে এগোচ্ছেন বরযাত্রীরা। এই বাহিনীকে যারা সামনে দাঁড়িয়ে দেখেছেন বা যারা ছবিতে দেখছেন, তারাও বিশ্বাস করতে পারেননি যে, বরবেশী এই ব্যক্তিটি আসলে ভোটের ময়দানের এক প্রার্থী।

সবার ভ্রমটা তখনই ভাঙল, যখন বর প্রবেশ করলেন জেলাশাসকের দফতরে। সেই কার্যালয়ে অবশ্য বরযাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি। বরের পোশাকে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে আসা এই প্রার্থী নিজেকে রাজনীতির জামাই মনে করেন তিনি। আসলে বিয়ের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তিনি।

এই ব্যক্তি ভৈদ রাজ কিষাণ। সংযুক্ত বিকাশ পার্টি টিকিটে তিনি উত্তর প্রদেশের শাহজাহানপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। এ উপলক্ষে সোমবার তিনি জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান। এই অভিনব মনোনয়ন জমা দিতে যাওয়ার বিষয়ে প্রার্থী বলেছেন, “আমি রাজনীতির জামাই।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “আজ আমার বিয়ের প্রথম বর্ষপূর্তি। সেই কারণে আমি বরের বেশে মনোনয়ন জমা দিতে এসেছি। বরযাত্রীরাও সঙ্গে আছে।” যদিও বরযাত্রীদের পুলিশ জেলাশাসকের দফতরে ঢুকতে দেয়নি। সদর বাজার এলাকাতেই সেই বরযাত্রীদের আটকে দেওয়া হয়েছিল।

উত্তর প্রদেশের রাজনীতি বরাবরই বেশ রঙিন। সেই রাজ্যে এ ধরনের প্রার্থী বা রাজনীতিবিদদের জন্য তা মাঝে মাঝেই আরও রঙিন হয়ে ওঠে। তবে প্রার্থী ভৈদ রাজ কিষাণ এই প্রথমবার এ ধরনের চমক দেখালেন এমন নয়। এর আগেও তিনি এমন কাজ করেছেন। ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবারেও তিনি প্রার্থী হয়েছিলেন। সেসময় মনোনয়ন জমা দেওয়ার সময়ে শববাহী গাড়িতে করে জেলাশাসকের দফতরে পৌঁছেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker