NE UpdatesBarak UpdatesBreaking News
ডিমা হাসাও, কার্বি আংলঙে কার্যকর হবে না ক্যাব!CAB not to be applicable in Dima Hasao & Karbianglong
৫ ডিসেম্বর: যে সব রাজ্যে ইনারলাইন পারমিট চালু রয়েছে, সেখানে ক্যাব কার্যকর হবে না৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্র জানিয়েছে, নতুন চেহারার নাগরিকত্ব সংশোধনী বিলে এ কথা উল্লেখ করা হয়েছে৷ এর দরুন ক্যাব যখন আইন হয়ে উঠবে, তখন ওই আইনের আওতার বাইরে থাকবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুর৷ মেঘালয়ে ইনার লাইন পারমিট না থাকলেও জনজাতি সুরক্ষার বিশেষ ব্যবস্থা বলবৎ থাকায় সে রাজ্যও ক্যাবের বাইরে থাকবে৷
একইভাবে এই আইন কাজে আসবে না অসমের বড়োল্যান্ড, ডিমা হাসাও ও কার্বি আংলং জেলায়৷ কারণ ক্যাব ২০১৯ থেকে ছাড় দেওয়া হয়েছে পার্বত্য স্বশাসিত এলাকাগুলিকেও৷ অসমের তিন স্বশাসিত পরিষদের মত এই বিল আইনে রূপান্তর হলেও ত্রিপুরার অধিকাংশ এলাকাতে তা কাজে আসবে না৷ সংবিধানের ষষ্ঠ তফশিল অনুসারে ওই রাজ্যের পার্বত্য এলাকাতেও চালু রয়েছে স্বশাসিত পরিষদ৷