NE UpdatesHappeningsBreaking News

রক্তদানের কিছুক্ষণ পর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু টিএসআর জওয়ানের
Brain hemorrhage a few moments after donating blood, TSR Jawan dies

২৭ নভেম্বর : রক্তদান করার কিছুক্ষণ পর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) এক জওয়ানের মৃত্যু হয়েছে। টিএসআর পঞ্চম ব্যাটেলিয়নের এই কনস্টেবল দুলাল সরকার (৪১)। এ বিষয়ে টিএসআর পঞ্চম ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হরকুমার দেববর্মা জানিয়েছেন, গোমতি জেলার ডলুমার টিএসআর পঞ্চম ব্যাটেলিয়নের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই শিবিরে একজন সাধারণ নাগরিক সহ ১৬৫ জন রক্তদান করেছেন। টিএসআর কনস্টেবল দুলাল সরকারও রক্তদান করেন।

দেববর্মা জানান, রক্তদান করার পর চিকিত্‍সকদের পরামর্শ অনুযায়ী এক ঘণ্টা বিশ্রাম নেন কনস্টেবল দুলাল। এরপর তাঁকে খাবার দেওয়া হয়েছিল। খাওয়া-দাওয়া শেষ করে তিনি শৌচালয়ে যান। সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ব্যাটেলিয়নের এক জওয়ান শৌচালয়ে গিয়ে দেখেন দুলালবাবু মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে রক্তদান শিবিরে উপস্থিত চিকিত্‍সকরা পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিত্‍সকদের পরামর্শ মেনে তত্‍ক্ষণাত্‍ তাঁকে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা সংকটজনক দেখে চিকিত্‍সকরা তাঁকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও চিকিত্‍সকরা তাঁর অবস্থা খুবই সংকটজনক বুঝে তাঁকে আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বলেন, জিবি হাসপাতালে দুলাল সরকারের মাথার সিটি স্ক্যান করা হয়েছিল। ধরা পড়েছে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তিনি জানান, সন্ধ্যা ছয়টা নাগাদ জিবি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিত্‍সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে রাত আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে টিএসআর বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker