NE UpdatesHappenings
বরাক-ব্রহ্মপুত্র দুই উপত্যকায় ক্ষিপ্র গতিতে উন্নয়ন হচ্ছে, শিলচরে এসে দাবি মুখ্যমন্ত্রীরBoth Barak & Brahmaputra valleys are together moving rapidly on the path of progress, says CM in Silchar
২২ ডিসেম্বরঃ কোনও ফারাক নেই। এ বারও তিনি হাসিমুখে সাংবাদিকদের সামনে এলেন। বরাক-ব্রহ্মপুত্র-পাহাড়-ভৈয়াম বললেন। আত্মনির্ভর আসাম গঠনের আহ্বান জানালেন। নিজের চার বাক্য বলা সেরে সোজা হাঁটা ধরলেন। সাংবাদিকরা নিজেদের মনের প্রশ্নের অন্তত একটি যদি জিজ্ঞেস করা যায়, পেছন থেকে ডাকলেন —স্যার, স্যার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সে দিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। হনহন করে হেঁটে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। মাঝে একতরফাভাবে দাবি করলেন, বরাক-ব্রহ্মপুত্র দুই উপত্যকায় ক্ষিপ্র গতিতে উন্নয়ন হচ্ছে। এ বার মোদির ডাকে সাড়া দিয়ে সবাই মিলে আত্মনির্ভর আসাম তৈরি করতে হবে।
Both the Barak and Brahmaputra valleys are together moving rapidly on the path of progress. Reiterated our commitment to continue this journey of inclusive development while interacting with the media on the eve of @BJP4Assam State Executive meeting in Karimganj. pic.twitter.com/EXlBGG6xBB
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) December 22, 2020
রাজ্য অধিবেশনে যোগ দেওয়ার জন্য সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার শিলচরে আসেন। করিমগঞ্জের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। একে অবশ্য সাংবাদিক সম্মেলন, আলাপচারিতা বা মতবিনিময় বলা যায় না। কারণ তিনিই সেখানে ছিলেন একমাত্র বক্তা।