Barak UpdatesHappeningsBusinessBreaking News

শিলচরেও শোরুম খুলল ব্লুস্টোন জুয়েলারি
BlueStone launches its new jewellery store at Silchar

ওয়েটুবরাক, ১৭ জুলাই : দীপাবলির প্রাকমুহূর্তে শিলচরবাসীর জন্য সুখবরই বটে৷ শিলচর শহরেও শোরুম খুলেছে ব্লুস্টোন জুয়েলারি৷ ১৬ অক্টোবর রবিবার আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন হয়েছে৷ গ্রাহকরাই ব্লুস্টোনের আসল সম্পদ৷ তাই মন্ত্রী-আমলা-নেতাদের ধরে নয়, গ্রাহকদের উপস্থিতিতেই খুলে দেওয়া হয় প্রেমতলা উল্লাসকর দত্ত সরণির জাঁকজমকপূর্ণ শোরুম৷ এনএন দত্ত রোডের ঠিক বিপরীতে ওই শোরুমে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই গ্রাহকরা গিয়ে ভিড় জমিয়েছেন৷ গ্রাহকদের অনুরোধে আনুষ্ঠানিকতার আগেই বেচাকেনা করতে হয়েছে তাঁদের৷

Rananuj


করোনার দুই বছরের ভোগান্তির পর মানুষ এ বার প্রাণভরে উৎসব-আনন্দে সামিল হচ্ছেন৷ আর উৎসবের আনন্দ মানেই যে সোনা-হীরা কেনা, নতুন গয়না পরা, তা ব্লুস্টোন জুয়েলারির সামনে গেলেই বোঝা যায়৷ আসলে কেমন গয়না পরা, কোথায় গিয়ে কেনাকাটা করা, ঠকবো না তো ইত্যাদি সব প্রশ্নেরই জবাব পেয়ে গিয়েছেন গ্রাহকরা৷ ব্লুস্টোন যে এসে গিয়েছে শিলচর শহরে৷ নানা ডিজাইনের অলঙ্কার নিয়ে এরা হাজির৷


ব্লুস্টোন প্রতিনিধিরা আশাবাদী, ধনতেরাস উপলক্ষে এই অঞ্চলের মানুষ তাঁদের শোরুমেই ভিড় জমাবেন, পছন্দের সোনা-হীরার জিনিস কিনে নিয়ে যাবেন৷ এর রেশ ধরেই সারা বছর চলবে ব্লুস্টোনে আনাগোনা, কেনাকাটা৷

Also Read: BlueStone to launch its store in Silchar on 16 Oct; assured gift on every purchase

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker