Barak UpdatesBreaking News
বিজেপির আপত্তি খারিজ, সঙ্গীতা গোয়ালার প্রার্থিত্ব বৈধBJPs objection dismissed, Sangita Goala’s nomination valid
২২ সেপ্টেম্বর: জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়নে চ্যালেঞ্জ জানিয়ে প্রত্যাখ্যাত হল বিজেপি। টিকে গেল সঙ্গীতা গোয়ালার প্রার্থিত্ব। মনোনয়নপত্র পরীক্ষার সময় দক্ষিণ লক্ষ্মীপুর আসনের বিজেপি প্রার্থী শিপ্রা পান্ডে ও তার স্বামী মুকেশ পান্ডে অভিযোগ করেন, সঙ্গীতাদেবী স্কুল শিক্ষিকা। তিনি ভোটে লড়তে পারেন না। কংগ্রেসিরা জানান, তাদের প্রার্থী চাকরিতে ইস্তফা দিয়েই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ ছাড়া, পাবদার পাবলিক এমই স্কুলটি সরকারি নয়। অনুদান পায় মাত্র। বেতন নয়, শিক্ষকদের অনুদান এলেই সামান্য সাহায্য করা হয়। সঙ্গীতাদেবী কোনো দিন সেই সাহায্য নেননি। তাই তাঁর ক্ষেত্রে অফিস অব প্রফিট কথা খাটে না।
এর পরও মুকেশ বাবু অভিযোগ করেন, মনোনয়নপত্র ১৯ নভেম্বর পেশ করা হয়েছে। আর ইস্তফা গৃহীত হয় ২১ নভেম্বর। সঙ্গীতা গোয়ালার ১৮ তারিখের ইস্তফা গৃহীত হওয়ার দাবি মিথ্যা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সঙ্গীতাদেবীর দাবিকে যথার্থ বলায় জেলা প্রশাসন শিপ্রা পান্ডের আপত্তি খারিজ করে দেয়। প্রথম রাউন্ডে প্রার্থী সরিয়ে সহজে এক আসন জেতার সুযোগ মার খেয়ে গেল। শিপ্রাদেবীর স্বামী মুকেশ বাবু বলেছেন, তিনি এ নিয়ে হাইকোর্টে যাবেন। প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ বলেন, সহজে জেতার স্বপ্ন মার খেয়ে গিয়েছে তো!