Barak UpdatesHappeningsBreaking News
ডনবস্কোর দ্বাদশ শ্রেণির ফল জানায়নি সিবিএসইCBSE declared result of Class XII, but result of Silchar Don Bosco to be published later
ওয়েটুবরাক, ৩০ জুলাইঃ সিবিএসই আজ শুক্রবার দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করেছে। কিন্তু শিলচর ডনবস্কো স্কুলের ফলপ্রকাশ হয়নি। রেজাল্টশিটে লেখা ‘আরএল’ অর্থাত ‘রেজাল্ট উইল বি পাবলিশড লেটার।’ এ নিয়ে উদ্বেগে ছাত্রছাত্রী, অভিভাববকরা। এমনিতেই পরীক্ষা, মূল্যায়ণ, ফলাফল ইত্যাদি নিয়ে সকলে উদ্বেগে। এর মধ্যে এমন ঘটনায় পরীক্ষার্থীরা মুষড়ে পড়েছে। অভিভাবকরাও দুশ্চিন্তায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, তাঁরা ফলপ্রকাশের পরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নানা কারণে একসঙ্গে ফলপ্রকাশ সম্ভব হয়নি। শুধু শিলচর ডন বস্কো নয়, বিভিন্ন স্কুলের পঞ্চান্ন হাজার পরীক্ষার্থীর ফলাফল আজ প্রকাশ করা যায়নি। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে সকলের ফলপ্রকাশ হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিলচর ডনবস্কো স্কুল কর্তৃপক্ষের এই কথা শুনেও পরীক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগ কাটছে না। অভিভাবকরা বলেন, ফলাফল নিয়ে ছেলেমেয়েগুলো এমনিতেই এ বার মানসিক চাপে। তা আজ আরও বেড়ে গেল। এ বার শিলচর ডনবস্কো স্কুল থেকে মোট ১৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
এ দিকে, সিবিএসই-র পরীক্ষা নিয়ামক সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, ছাত্রছাত্রীদের স্বার্থেই এ দিন তাঁদের ফলাফল জানানো হয়নি। তবে ফল একসঙ্গে প্রকাশ না করে পরীক্ষার্থীদের কোন স্বার্থ সুরক্ষিত হল, তা চিঠিতে উল্লেখ করা হয়নি। তিনি অবশ্য স্পষ্ট জানিয়েছেন, আগস্টের প্রথম সপ্তাহে সকলের ফলপ্রকাশ হবে।