Barak UpdatesSportsBreaking News
Barak Champions Trophy starts at Dudpatilদুধপাতিলে শুরু হলো বরাক চ্যাম্পিয়ন ট্রফি
১২ জানুয়ারি : দুধপাতিলে শুরু হল বরাক চ্যাম্পিয়ন ট্রফি টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট। সর্বাঙ্গীণ মানব কল্যাণ সংঘ এবং দুর্গাশক্তি ক্লাবের যৌথ উদ্যোগে খেলাটির উদ্বোধন হয় বিধায়ক কিশোর নাথ এবং জেলা বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থের ব্যাটিং-বোলিংয়ে৷ রাজনীতির ময়দানে যাই হোক, ক্রিকেট পিচে কিশোরবাবুর বলে পরপর দুটি বাউন্ডারি হাঁকান কণাদবাবু।
খেলা চলবে এক মাস ধরে৷ মোট ৬৪ দল এই টুর্নামেন্টে খেলবে। প্রথম পুরস্কার ৫৫, ৫৫৫ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ২২, ২২২ টাকা। সঙ্গে ট্রফি।
রবিবার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় বিএনসি ইলেভেন বনাম লারসিংপার ইলেভেনের মধ্যে। নির্ধারিত ১০ ওভারে দুই দলই ১২৮ রান করে এবং ম্যাচ টাই হয়। সুপার ওভারে বিএনসি ইলেভেনের ৯ রানের জবাবে প্রয়োজনীয় ১০ রান তুলে ম্যাচ জিতে লারসিংপার ইলেভেন। সর্বোচ্চ রান তোলেন রিংকু বারৈ, ৫৯। ম্যান অফ দ্য ম্যাচ লারসিংপার ইলেভেনের সুমন দাস। তার স্কোর ৪৭৷ এছাড়া সুপার ওভারে তিনি একটি ছক্কা হাঁকান।
দ্বিতীয় ম্যাচে শ্রীকোনার শিবাচল বয়েজ দুধপাতিলের সেলিব্রেশন ক্লাবের বিরুদ্ধে একতরফা জয় লাভ করে। শিবাচল বয়েজ ১০ ওভারে ১৮০ রানের বিরাট স্কোর গড়ে তোলে। জবাবে সেলিব্রেশন ক্লাব মাত্র ৬৯ রানে আটকে যায়। ম্যাচের সর্বোচ্চ রান করেন শিবাচলের অমর দাস, ৬৬। ম্যান অফ দ্যা ম্যাচ খেতাবও তিনিই পান৷