Barak UpdatesHappenings
মনোনয়ন জমায় বাবুল সুপ্রিয় করিমগঞ্জে আসছেন
Babul Supriyo to accompany Kripanath while submitting nomination at Karimganj

২৩ মার্চঃ আগামী ২৬ মার্চ কেন্দ্রীয় ভারি শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় করিমগঞ্জে আসছেন। সে দিন বিজেপির প্রার্থী কৃপানাথ মালা তাঁর মনোনয়ন পত্র জমা দেবেন। প্রার্থীকে নিয়ে বড়সড় শোভাযাত্রার আয়োজন করছে দলের নির্বাচন কমিটি। বাবুল সুপ্রিয় এর পুরোভাগে থাকবেন। তিনি সেদিন করিমগঞ্জ শহরে এক নির্বাচনী সভায়ও বক্তব্য রাখবেন। কোথায়, কখন সেই সভা অনুষ্ঠিত হবে, তা এখন চূড়ান্ত করা হচ্ছে বলে কমিটি জানিয়েছে।
বিধানসভার ডেপুটি স্পিকার কৃপানাথ মালা এ বার করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থী হয়েছেন। চা জনগোষ্ঠীর এই তরুণ নেতার মধ্য দিয়ে দল চমক সৃষ্টি করতে চেয়েছে। বিশেষ করে, কংগ্রেসের চা বাগান ভোটে বড় ধরনের থাবা বসাতে চেয়েছেন তাঁরা। বিজেপির আশা, তাতে শুধু করিমগঞ্জই নয়, এর প্রভাব পড়বে শিলচর আসনের বাগান ভোটেও।
English text here