Barak UpdatesBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সায়েন্সিয়া ৩.০Assam University organises Scientia 3.0
১৯ সেপ্টেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের তেরোটি বিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল সায়েন্সিয়া – ২০১৯। অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে। প্রথমেই সায়েন্সিয়া অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন আয়োজক কমিটির সভাপতি গুলাফ্সা চৌধুরী। বক্তব্য রাখেন সায়েন্সিয়ার মুখ্য অতিথি আইআইটি খড়্গপুরের আর্থ সায়েন্সের অধ্যাপক এস কে নাথ।
ধুমকেতু নিয়ে নিজের গবেষণার কথা বিশদভাবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক অশোক কুমার সেন। সায়েন্সিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক সুপ্রিয় চক্রবর্তী। বক্তব্য রাখেন রেজিস্ট্রার সঞ্জীব ভট্টাচার্য, উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ।
টেকনিক্যাল সেশনে আলোচনা করেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক দিব্যজ্যোতি ভট্টাচার্য, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. হিমাদ্রি শেখর দাস এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ চৌধুরী। এরপরে ছিল আন্তর্বিভাগ বিজ্ঞান ক্যুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যার পরে হয় সংগীত পরিবেশনও। অংশ নেয় ফেরিওয়ালা গানের দল ও ইন্ডিয়ান আইডল খ্যাত রিমো ঘোষ।