Barak UpdatesHappeningsBreaking News
তিনদিনে সমাবর্তন হবে আসাম বিশ্ববিদ্যালয়েAssam Univ extends convocation for 3 days, all can now participate
৯ ডিসেম্বরঃ আসাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন ঘিরে ফের সিদ্ধান্ত বদল। বুধবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে চূড়ান্ত হয়, এ বারের সমাবর্তন হবে তিনদিন ব্যাপী। ২৫ ডিসেম্বর প্রধান অতিথির উপস্থিতিতে ডিলিট, পিএইচডি এবং স্বর্ণপদক প্রদান করা হবে। স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি গ্রহণের জন্য যারা আবেদন জানিয়েছিলেন, আগে তাদের অনলাইনে অংশ নিতে বলা হয়েছিল। ছাত্রবিক্ষোভের দরুন স্থির হয়, তাঁরা সমাবর্তনস্থলে উপস্থিত হয়েই ডিগ্রি গ্রহণ করতে পারবেন। তবে কোভিড বিধির দরুন আসতে হবে পরের দিনগুলিতে। দ্বিতীয় দিনে যাবেন স্নাতকোত্তর ডিগ্রির জন্য। তৃতীয় দিনে দেওয়া হবে স্নাতক ডিগ্রি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রধান অতিথি এখনও চূড়ান্ত হয়নি। তবে তাঁরা চেষ্টা করছেন ভূতল পরিবহন মন্ত্রী নীতীন গাড়কারিকে পাওয়ার জন্য। আশা করা হচ্ছে, বুধবার রাতেই তাঁর দফতর থেকে এ ব্যাপারে নিশ্চয়তা মিলবে।