India & World UpdatesBreaking News
সানাউল্লাহ সাসপেন্ড! বাড়ি থেকে উর্দি ফেরত আনল পুলিশAssam police discharges Sanaullah, brings back his uniform
১ জুনঃ বিদেশি ঘোষিত হওয়ায় সানাউল্লাহর চাকরি কেড়ে নিল আসাম পুলিশ। সেনাবাহিনীর লেফটেনান্ট পদ থেকে অবসর গ্রহণের পর তিনি রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলেন। শুরু থেকেই সীমান্ত শাখায় দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সেই সীমান্ত শাখারই তদন্ত রিপোর্টের ভিত্তিতে সানাউল্লাহকে এখন ডিটেনশন ক্যাম্পে দিন কাটাতে হচ্ছে। পুলিশ শনিবার তাঁর বাড়ি থেকে খাকি পোশাক, ব্যাজ, টুপি নিয়ে আসে। মুহূর্তটি বাড়ির কেউ সহ্য করতে পারছিলেন না। সবাই হাউহাউ করে কেঁদে ওঠেন। তাঁর স্ত্রী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন।
তবে সেনাবাহিনী ও সৈনিক বোর্ড তাঁর পাশে দাঁড়িয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে গৌহাটি হাইকোর্টে আপিল করা হয়েছে। সৈনিক বোর্ড জানিয়েছে, তাঁকে বাঁচানোর জন্য তাঁদের যা করণীয় সবই করবেন। সেনাবাহিনীতে নিযুক্তির সময় অসম পুলিশ যে নাগরিকত্ব সংক্রান্ত ভেরিফিকেশন রিপোর্ট দিয়েছিল, সানাউল্লাহর প্রাক্তন সহকর্মীরা তা খুঁজে বের করেছেন। সমস্ত কিছু দিয়েই সবাই মিলে সানাউল্লাহ যে একজন প্রকৃত ভারতীয়, তা হাইকোর্টে প্রমাণের চেষ্টা করবেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।