Barak UpdatesHappeningsBreaking News

ভাষাশহিদ স্টেশন হচ্ছে না, জানিয়ে দিল সর্বা সরকার
Assam govt says a big ‘NO’ to the demand of naming ‘Bhasha Sahid Station, Silchar’

৩১ অগস্ট: ছয় দশক পরও পুলিশের গুলিতে নিহত ভাষাসংগ্রামীদের শহিদের স্বীকৃতি দিতে চাইছে না সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকার৷ সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর হয়ে জবাব দিতে গিয়ে পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি পরিষ্কারভাবেই তা জানিয়ে দেন৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের লিখিত প্রশ্নের জবাবে পাটোয়ারি বলেন, “বরাকের ভাষাশহিদদের সরকারি স্বীকৃতি দেওয়ার কোনও ব্যবস্থা সরকার এ পর্যন্ত গ্রহণ করেনি৷” শিলচর রেলস্টেশনের নাম বদল যে হচ্ছে না, একই সঙ্গে জানিয়ে দেন তাও৷

Rananuj

কমলাক্ষ বিধানসভাকে জানিয়েছিলেন, শিলচর স্টেশনের নাম ভাষাশহিদ স্টেশন করার দাবি ২০১৬ সালে কেন্দ্র মেনে নিয়েছে৷ রাজ্য সরকারকে শুধু বানানটা ঠিক করে লিখে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছিল৷ চার বছর পর লিখিত প্রশ্নের জবাবে পরিষদীয় মন্ত্রী পাটোয়ারি জানালেন, নানা সংগঠন ভাষাশহিদ স্টেশন নামের বিরোধিতা করেছে৷ তাই বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলার প্রশ্নে তাঁরা রেলস্টেশনের নাম বদলের বিষয়টি স্থগিত রেখেছেন৷

এমনকী গুয়াহাটিতে যে শহিদস্মারক উদ্যান তৈরি হচ্ছে, সেখানেও বাংলাভাষার শহিদদের স্থান হবে না বলে জানিয়ে দিয়েছেন মন্ত্রী পাটোয়ারি৷ তিনি বলেন, শুধু ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিদেশি বহিষ্কার আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাঁদের স্মরণেই গুয়াহাটির পশ্চিম বরাগাঁওয়ে ওই শহিদ স্মারক উদ্যান নির্মিত হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker