Barak UpdatesBreaking News

উনিশের পথচলায় সিলেটের ৪০ শিল্পীও
Artists from Sylhet too walk the streets of Silchar as a mark of tribute to language martyrs of 19 May

১৭ মেঃ ভাষাশহিদ দিবসকে  সামনে রেখে শুক্রবার উনিশের মহাপথচলায় সামিল হলেন বিভিন্ন বয়সের মানুষ। অধিকাংশ সাহিত্য, সংস্কৃতি জগতের শিল্পী-কলাকুশলী। ছিলেন জেলা কর্মচারী পরিষদের সভ্যরাও। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের মত ভিন্ন ধরনের সংগঠনের কর্মকর্তা-সদস্যরাও মিছিলে অংশ নেন।

Rananuj
Pic Credit:Eagle

তবে নজর কাড়েন সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৪০ শিল্পী। রাঙ্গিরখাড়িতে পথচলার শুরু। শিলচর রেলস্টশনে গিয়ে শেষ হয়। পুরো পথ তাঁরা গানে গানে মাতিয়ে রাখেন। উদয়ের পথে, ত্রিনয়ণী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, টিম ইচ্ছেডানা, উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ, যুবদর্পণ, মাতৃভাষা সুরক্ষা সমিতি নিজেদের ব্যানার নিয়ে উনিশের কর্মসূচিগুলি সফল করে তোলার আহ্বান জানান।

এ বারের এই কর্মসূচিতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যায়নি। যোগ দিয়েছে প্রচুর কচিকাঁচা। শুরুতে রাঙ্গিরখাড়ির জমায়েত স্থলে বক্তব্য রাখেন সুব্রত ভট্টাচার্য, আশিস ভৌমিক, অজয় রায় প্রমুখ। সেখানে অবসরপ্রাপ্ত রেল কর্মচারী নাজিমউদ্দিন আহমেদকে সংবর্ধনা জানানো হয়। তাঁরই উদ্যোগে শুরুর দিকে রেলস্টেশন চত্বরে ভাষাশহিদ দিবস পালিত হতো।

সম্মান জানানো হয়  সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদেরও। তাঁদের সেখানে আনুষ্ঠানিক মিষ্টিমুখও করানো হয়। পরে মিছিল রেলস্টেশনে পৌঁছালে তারা গানে গানে মেতে ওঠেন। গাওয়া হয়, অধিকার কে কারে দেবে, অধিকার কেড়ে নিতে হয়।

Pic Credit:Eagle

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker