India & World UpdatesBreaking News
ফের আঘাত হানলে কড়া জবাব, পাকিস্তানকে বার্তা সেনাপ্রধানেরArmy Chief warns of stern action if Pakistan attacks again
১৪ জুলাইঃ ফের ভারতের উপর কোনও আঘাত হানলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। কারগিল যুদ্ধের কুড়ি বছর উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে পাকিস্তানকে এভাবেই কড়া ভাষায় বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। সন্ত্রাসবাদ এবং ছায়াযুদ্ধ প্রসঙ্গে পাকিস্তানের নিন্দায় মুখর হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
সেনাপ্রধান এ দিন বলেছেন, ভবিষ্যতের যে কোনও সংঘাতই আরও বেশি নির্মম ও অনিশ্চিত হবে। সন্ত্রাসকে মদত দিয়ে বা অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে এবং ছায়াযুদ্ধ চালিয়ে ভারতের উপর আঘাত হেনেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনাবাহিনী দৃঢ়ভাবে দাঁড়িয়ে দেশের অখণ্ডতাকে রক্ষা করে চলেছে। পাকিস্তানের যে কোনও হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। ‘নন স্টেট অ্যাক্টর’ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বিপিন রাওয়াত বলেন, কয়েকটি দেশে নন স্টেট অ্যাক্টর মাথা চাড়া দিয়ে উঠেছে। এইসব দেশ সন্ত্রাসকে মদত দিয়ে অপ্রচলিত রণনীতি ক্রমাগত প্রয়োগ করে চলেছে।
সন্ত্রাস দমনে ভারতের অবস্থান তুলে ধরে রাওয়াত বলেন, ২০১৭ সালে উরি হামলা এবং বালাকোটে এয়ারস্ট্রাইক দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাস দমনে ভারতের রাজনৈতিক এবং সামরিক ইচ্ছাশক্তি কোন পর্যায় যেতে পারে। যে কোনও রকমের সন্ত্রাসবাদী হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত ৮০০ জঙ্গি মারা গিয়েছে। এর মধ্যে ২৪৯ জন মারা গিয়েছে ২০১৮ সালে। কেন্দ্র এ মাসের গোড়ায় সংসদে এই তথ্য দিয়েছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, ২০১৪ সালে ১০৪ জন, ২০১৫ সালে ৯৭ জন, ২০১৬ সালে ১৪০ জন এবং ২০১৭ সালে ২১০ জন জঙ্গি নিহত হয়েছে।