Barak UpdatesBreaking News
৮ জুন বঙ্গভবনে গণসুরের নাটক ‘নুরি’Arijit Aditya’s Drama ‘Nuri’ to be presented by Ganasur at Banga Bhavan on 8 June
৪ জুন : ফের নতুন নাটক নিয়ে শিলচরের মঞ্চে পা রাখছে গণসুর। আগামী ৮ জুন, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বঙ্গভবনে প্রদর্শিত হবে অরিজিৎ আদিত্য এর লেখা নাটক ‘নুরি’। এর পরিচালক বিশিষ্ট অভিনেতা সুব্রত রায়।
ইতিমধ্যেই এই নাটকটিকে কেন্দ্র করে নাট্যমহলে উৎসাহ দেখা দিয়েছে। কারণ এর আগেও সমসাময়িক প্রেক্ষাপটের ওপর গণসুরের দুটি নাটক যথেষ্ট সাড়া ফেলেছিল। অরিজিত আদিত্যেরই লেখা দুটি নাটক ‘লিগ্যাসি কোড ১৯.৫.১৯৬১’ ও ‘আত্মহত্যার পর’ একে একে মঞ্চস্থ করেছিল গণসুর। ফলে একই নাট্যকার ও পরিচালক জুটির নতুন নাটক আগ্রহ যে তৈরি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বর্তমানে শিলচর পাবলিক স্কুল রোডের একটি ব্যাঙ্কোয়েট হলে প্রতিদিনই চলছে নাটকের মহড়া। সবমিলিয়ে প্রায় ১৫ জনের মতো অভিনেতা অভিনেত্রী। আশার কথা হল, এই নাটকে পুরনোদের সঙ্গে অনেক নতুন শিল্পীরাও অভিনয় করছেন। এতে দুই শিশুশিল্পী সহ ৮ জন নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী রয়েছেন। পরিচালকের কথায়, বিগত দুটি নাটকের মতো এই নাটকটিও দর্শকদের ভাবনার খোরাক দেবে। বর্তমান প্রেক্ষাপটে একটি শিশুর জন্ম থেকে বেড়ে ওঠার গল্প রয়েছে এতে। তিনি আরও বলেন, গণসুর সবসময়ই নতুন অভিনেতা তৈরি করার চেষ্টা করে। সেজন্য এই ‘নুরি’ নাটকেও বেশ কয়েকজন নতুন প্রজন্মের শিল্পীকে রাখা হয়েছে। এদের উৎসাহ, উদ্যম কোনও অংশে কম নয় বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, এই নাটকে প্রদীপ দাস, আশিস ভৌমিক, বিশ্বজিৎ নাথ সমাজপতি, শর্মিলা দত্ত, রুমি রায় ও বিভাস রায়ের মতো অভিনেতা অভিনেত্রী রয়েছেন। নাটকের সংগীত নির্দেশনায় রয়েছেন সুদীপ্ত চক্রবর্তী। ধ্বনি ধারণে সেবায়ন রায় চৌধুরী ও মঞ্চ নির্দেশনায় সুজিত পাল।