NE UpdatesHappeningsBreaking News
ডিটেনশন ক্যাম্পের আরেক বন্দির মৃত্যুAnother man dies in detention camp
৪ জানুয়ারি: ডিটেনশন ক্যাম্পে বন্দি আরও এক ব্যক্তির মৃত্যু হল। ২০১৮ সালের মার্চ মাস থেকে মরনৈয়ের বাসিন্দা নরেশ কোচ গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে বন্দি ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ১০ দিন আগে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে তিনি মারা যান। এই নিয়ে ডিটেনশন শিবিরে বন্দি থাকা ব্যক্তির মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জন।
পরিবারের দাবি, নরেশবাবুর এত অসুস্থতার ব্যাপারে পুলিশ তাঁদের কিছুই জানায়নি। কোচ সংগঠনগুলি দাবি করে, যেখানে কোচ-রাজবংশিরা অসমে তফশিলি উপজাতি হওয়ার দাবিতে লড়াই চালাচ্ছে, কেন্দ্র আশ্বাস দিচ্ছে দ্রুত তা করা হবে, তখনই একজন কোচ ব্যক্তিকে বিদেশি বলে দাগিয়ে ডিটেনশন সেন্টারে বন্দি রাখা অমানবিক ও অযৌক্তিক। কংগ্রেস সাংসগ গৌরব গগৈ বলেন, ভাষা, সম্প্রদায়, জনগোষ্ঠী নির্বিশেষে গরিব ও প্রান্তিক মানুষদের পক্ষে নথিপত্র দিয়ে প্রশাসন ও ট্রাইবুনালকে সন্তুষ্ট করা অসম্ভব হয়ে দাঁড়ায়। নরেশ কোচের কারাবাস তার প্রমাণ।