India & World UpdatesBreaking News

আরও এক মহিলা ডিটেনশন ক্যাম্পে
Another lady sent to detention camp

২৬ জুন : আরও এক মহিলাকে যোরহাট সেন্ট্রাল জেলের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল পুলিশ। কোকরাঝাড়ের বাসিন্দা ওই মহিলা ৪০ বছর বয়সী সমীরণ বিবি। তিনি কোকরাঝাড় জেলার গোসাইগাওয়ের করতিমারি গ্রামের বাসিন্দা লোকমান আলির কন্যা। পুলিশসূত্রে জানা গেছে, ২০১৪ সালে যোরহাট ফরেনার্স ট্রাইব্যুনাল এই মহিলাকে বিদেশি ঘোষণা করে। তিনি বেশ কয়েকবার ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় একতরফাভাবে তাঁকে বিদেশি ঘোষণা করে আদালত।

একটি সূত্রে জানা গেছে, সমীরণ বিবি বিহারের বাসিন্দা ইজরায়েল খানকে বিয়ে করেন। এরপর থেকে তাঁরা যোরহাটে বসবাস করছেন। তখনই ২০০৬ সালে সীমান্ত পুলিশ তাঁর বিরুদ্ধে যোরহাট ফরেনার্স ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। এই মামলা দায়ের করার পর বিবিকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার পুলিশ জানতে পারে, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে একটি ভাড়াবাড়িতে বসবাস করছেন। তাঁর পরিচয় নিশ্চিত করার পরই পুলিশ ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker